1.53: 35::? : ? (SSC CHSL-2018)
(a) 37: 73
(c)16:62
(b) 42 22
(d) 54:43
ব্যাখ্যা:53:35 =>প্রথম সংখ্যাটির অঙ্ক সংখ্যা গুলি পরিবর্তন হয়ে দ্বিতীয় সংখ্যাটি এসেছে।তেমনি option a তে দেখা যাচ্ছে একই রকম। সুতারাং সঠিক উত্তর =>37: 73
2.41: 4::37: ? (SSC CHSL-2018)
(a) 34
(c) 22
(b) 21
(d) 16
✍️ 41 =>4x1=4 (দ্বিতীয় সংখ্যা=প্রথম সংখ্যার অঙ্কদ্বয়ের গুনফল)✍️37 =>3x7=21✍️সঠিক উত্তর=>(b) 21
3.Fog :.Visibility : : AIDS : ?(WBCS main-2019)
(A) Health
(B) Resistance
(C) Virus
(D) Death
cause and effect type এর=>Fog(কুয়াশা)র কারনে দৃশ্যমানতা ( Visibility) কমে যায় তেমনি এইডস এর কারনে শরীরে প্রতিরোধ(Resistance) এর ক্ষমতা কমে যায়।
4.Paw : Cat : : Hoof : ?(WBCS main-2019)
(A) Horse (B) Lion (C) Lamb (D) Elephant
বিড়াল, কুকুর, ভাল্লুক, ইঁদুর শিয়াল, নেকড়ে ইত্যাদি প্রানীর থাবা যুক্ত পাকে Paw বলা হয়।অপরদিকে ঘোড়া, হরিণ, শূকর, ভেড়া, উট ইত্যাদি খুর যুক্ত পাকে
Hoof বলা হয়। সুতারাং সঠিক উত্তর Horse।
5.MAN : PDQ : : WAN : ?(WBCS main-2019)
(A) NAW (B) ZDQ (C) YDQ (D) YQD
ব্যাখ্যা:[✍️M=>(+3)=>P ✍️A=>(+3)=>D✍️N=>(+3)=>Q]||অর্থাৎ +3 করে পরের লেটার টি এসেছে।✍️একই ভাবে WAN এসেছে ZDQ।
6.লাক্ষাদ্বীপ : কাভারত্তি :: আন্দামান ও নিকোবর : ?
(a) পোর্ট ব্লেয়ার
(b) দমন
(c) পন্ডিচেরি
(d) সিলভাসা
ব্যাখ্যা:লাক্ষাদ্বীপের রাজধানী হল কাভারাত্তি তেমনি আন্দামান ও নিকোবরের রাজধানী হল পোর্ট ব্লেয়ার।
7.কোষ : কলা : পরমাণু : ?
(a) পদার্থ
(b) অণু
(c) ইলেকট্রন
(d) অঙ্গ
ব্যাখ্যা:কোষ নিয়ে গঠিত হয় কলা তেমনি পরমানু গঠিত হয় কলা নিয়ে।
8.15: 22:19: ? (SSC CHSL-2018)
(a) 24
(c) 26
(b) 20
(d) 22
বাখ্যা:15=>(+7)=>22✍️19=>(+7)=>26
9.সোমবার :শনিবার::বৃহস্পতিবার:?
(a) বুধবার
(b) শুক্রবার
(c) মঙ্গলবার
(d) রবিবার
ব্যখ্যা:শনিবারে ১ দিন পর সোমবার আসে তেমনি মঙ্গলবারের ১ দিন পর বৃহস্পতিবার আসে। সঠিক উত্তর মঙ্গলবার।
10.জীবন :মৃত্যু::আশা :?
(a) নিরাশা
(b) কান্না
(c) ব্যাথা
(d) মরন
জীবনের বিপরীত শব্দ=>মৃত্যু তেমনি আশার বিপরীত শব্দ নিরাশা।
0 تعليقات