পেসমেকার হল এমন একটি ছোট,ব্যাটারি চালিত যন্ত্র যা অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন কে নিয়ন্ত্রিত করে।অর্থাৎ হৃদস্পন্দন যখন অনিয়ন্ত্রিত হয়ে পরে অথবা শ্লথগতিতে স্পন্দিত হয় তখন পেসমেকার যন্ত্রটি ব্যবহৃত হয়।
সাইনো অ্যাট্রিয়াল নোড বা SA node মানুষের দেহে প্রাকৃতিক পেসমেকার হিসাবে কাজ করে।
0 تعليقات