যে সকল প্রানী দেহের উষ্ণতা শরীরবৃত্তীয়ভাবে বা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রিত হয়, বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেই সকল প্রানীকে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলে।
যেমন-মানুষ,বাঘ,কুকুর ইত্যাদি
যে সকল প্রানী দেহের উষ্ণতা শরীরবৃত্তীয়ভাবে নিয়ন্ত্রিত না হয়ে বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে সেই সকল প্রানীকে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলে।
উদাহরণ: সমস্ত অমেরুদণ্ডী প্রাণী এবং পাখি ও স্তন্যপায়ী ছাড়া সমস্ত মেরুদণ্ডী প্রাণী। যেমন-মেরুদণ্ডীর মধ্যে মাছ, ব্যাঙ, কুমির, সাপ, টিকটিকি,কাছিম ইত্যাদি এবং অমেরুদণ্ডীর মধ্যে চিংড়ি, শামুক, ঝিনুক, তারামাছ ইত্যাদি।
0 Comments