Copy QCS-128 /WBCS/2022/P

QCS-128 /WBCS/2022/P

একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারে প্রাথমিক ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি উইন্ডিং এ ভোল্টেজ কমাতে ডিজাইন করা হয়।

 স্টেপ-ডাউন ট্রান্সফরমারে কারেন্ট বেড়ে যায় যেখানে ভোল্টেজ কমে যায়।


স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়াতে ব্যবহৃত হয়।


পাওয়ায় প্ল্যান্টে যে জেনারেটর, ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেটি স্টেপ আপ ট্রান্সফার এবং লোকালয়ে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। 

Post a Comment

0 Comments