১)মানুষের চোখের প্রতিসরাঙ্ক সর্বপেক্ষা বেশি হয় লেন্সে।
কিন্তু মানব দেহে প্রতিসরন সবচেয়ে ঘটে কর্নিয়াতে।
২) চোখের আইরিশ তারারন্ধ্রকে সংকুচিত ও প্রসারিত করতে সহায়তা করে।
৩) ইয়োলো স্পটে সর্বেপেক্ষা ভালো প্রতিবিম্ব গঠিত হয়।
৪) রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।
0 Comments