১) হিমোগ্লোবিনে আয়রন বা লোহা (Fe) থাকে যার ফলে রক্তের রঙ লাল হয় এবং ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম (Mg) থাকে।
২)হিমোসায়ানিনে তামা থাকে। হিমোসায়নিন হল এমন প্রোটিন যা কিছু অমেরুদণ্ডী দেহে অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন পরিবাহক অনু হিসেবে এরা হিমোগ্লোবিন এর পরে দ্বিতীয় স্থান অধিকার করে।
রক্তে হিমোসায়ানিন থাকলে সেই রক্তের বর্ন নীল হয়।
৩) হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা-
পুরুষ-13 g/dl
মহিলা-12 g/dl
সদ্যজাত - 13.4–19.9 g/dl
৪) হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো ধমনী থেকে দেহের সব স্থানে অক্সিজেন সরবরাহ করা।
৫) হিমোগ্লোবিন কার্বোক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।
0 Comments