১) LPG এর সম্পূর্ন নাম হল liquefied petroleum gas.
২) LPG তে প্রধান উপাদান হল বিউটেন ও প্রোপেন।
৩) LPG গ্যাস গন্ধহীন হওয়ায় দূর্ঘটনা এড়াতে LPG এর সাথে গন্ধযুক্ত ইথাইল মেরকাপ্টান মেশানো হয়।
৪) সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ভরা হয়।
৫) প্রাকৃতিক গ্যাসে প্রধানত মিথেন থাকে।
৬) গোবর গ্যাসে প্রধানত মিথেন থাকে।
৭) প্রোডিউসার গ্যাস নাইট্রোজেন ও কার্বন মনো অক্সাইডের মিশ্রন।
৮) ওয়াটার গ্যাস হাইড্রোজেন ও কার্বন মনো অক্সাইডের মিশ্রন।
৯) CNG গ্যাসের সম্পূর্ন নাম Compressed Natural Gas. এই জ্বালানী গ্যাসে প্রধানত মিথেন গ্যাস থাকে।
0 Comments